মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
Headline
জাগো বাংলা টিভি’র চেয়ারম্যান শেখ শওকত আলী ও তার কন্যার সুস্থতায় দোয়া কামনা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ জমির মালিকানা নিয়ে বিরোধ: ফৌজদারী মামলায় নিষ্পত্তি, তবুও দাবির অবসান নেই বাগেরহাট আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রবাসীর কোটি টাকার বাড়ি দখল: জালিয়াতকারী গ্রেপ্তার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা  বাগেরহাটে জামায়াত ইসলামের উদ্যোগে ভেড়িবাধ নির্মাণ কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০
বিজ্ঞপ্তি:
জাগো বাংলা চ্যানেল এর সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশসহ বহির্বিশ্বে সংবাদকর্মী নিয়োগ চলছে। বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ/মহিলা টেলিভিশন সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগ্যতা: ✅ উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ✅ বয়সসীমা ১৫ থেকে ৪০ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য) ✅ সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে। ✅ চালাক ও সাহসী হতে হবে। ✅ উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ✅ মিশুক মনের অধিকারী হতে হবে ✅ নেশা ও মাদক মুক্ত হতে হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করুন। jagobanglaus@gmail.com
বাগেরহাটে প্রথমবারের মতো বিদেশি লিলিয়াম ফুলের সফল চাষ
/ ১১৫ টাইম ভিউ
আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গারফা গ্রামে নেদারল্যান্ডের সুদর্শন ফুল লিলিয়ামের সফল চাষ করেছেন তরুণ উদ্যোক্তা প্রকৌশলী ফয়সাল আহমেদ। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে এই বিদেশি ফুলের চাষ করে তিনি পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার এক শতাংশ জমিতে ফুটে থাকা লিলিয়াম ফুল নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

ফয়সাল আহমেদ জানান, লিলিয়াম ফুল চাষের আগ্রহ থেকে তিনি লালতীর সীড লিমিটেডের সঙ্গে যোগাযোগ করেন। নেদারল্যান্ড থেকে ২০০টি বাল্ব (কন্দ) সংগ্রহ করে গত ৩০ অক্টোবর এক শতাংশ জমিতে সেগুলো রোপণ করেন। সাধারণত দুই মাসে ফুল আসার কথা থাকলেও, মাত্র ৩৪ দিনের মধ্যেই ফুল ফুটেছে। এই ফুল দিয়ে ১৬ ডিসেম্বর, নববর্ষ এবং ২১ ফেব্রুয়ারিতে ভালো আয়ের প্রত্যাশা করছেন তিনি।

ফয়সাল আরও বলেন, “লিলিয়াম একটি দামি ফুল। এর চাহিদা ব্যাপক। প্রতিদিনই বাগান দেখতে আসছেন বিভিন্ন স্থান থেকে মানুষ। ফুলের সাথে ছবি তুলছেন অনেকে। এই সাফল্য দেখে স্থানীয় অনেক কৃষক লিলিয়াম চাষে আগ্রহ প্রকাশ করেছেন।”

ফুল দেখতে আসা লাভনী নামের এক তরুণী বলেন, “ইউটিউবে এই ফুল দেখেছি, কিন্তু সরাসরি দেখার অভিজ্ঞতা দারুণ। আমরা চাই এই ফুলের চাষ সারা দেশে ছড়িয়ে পড়ুক।”

লালতীর সীড লিমিটেডের পরিচালক তাজওয়ার আউয়াল জানান, “নেদারল্যান্ড থেকে কন্দ এনে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। কৃষকদের উন্নত প্রশিক্ষণ এবং প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। লিলিয়ামের উৎপাদন বাড়লে ভবিষ্যতে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।”

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর মজুমদার বলেন, “লিলিয়াম ফুলের সৌন্দর্য এবং ঔষধি গুণাবলির কারণে দেশে এর চাহিদা প্রচুর। বর্তমানে একটি আমদানি করা লিলিয়াম ফুলের দাম দুই থেকে তিনশ টাকা। আমাদের লক্ষ্য, স্থানীয়ভাবে চাষাবাদ বাড়িয়ে এই চাহিদা মেটানো এবং কৃষকদের লাভবান করা।”

লিলিয়াম মূলত ইউরোপ, নেদারল্যান্ড ও উত্তর আমেরিকার শীত প্রধান অঞ্চলে চাষ হয়। সাদা, হলুদ, গোলাপি, লাল এবং বেগুনি বর্ণের এই ফুল দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ছয়টি প্রসারিত পাপড়ি নিয়ে এই ফুল দেখতে শিল্পীর আঁকা চিত্রের মতো।

বাগেরহাটে লিলিয়াম চাষের এই সাফল্য দেশের কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফুল চাষের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের চাষাবাদে আগ্রহী করবে এবং ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরো খবর
ফেসবুকে আমরা

Recent Comments

No comments to show.