বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পানিঘাট এলাকায় প্রায় এক কিলোমিটার জায়গায় বেড়িবাধ নির্মাণ করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর উপজেলার উদ্যোগে বেড়িবাধটি নির্মাণ করা হয়।
বেড়িবাধ নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগীয় সভাপতি শেখ মনজুরুল হক রাহাদ।
বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট সদর উপজেলার আমির ডাক্তার মাওলানা ফেরদাউস আলির নেতৃত্বে বেড়িবাধ নির্মাণে অংশগ্রহণ করেন সদর উপজেলা সহকারী সেক্রেটারি মো: জাকির হোসেন, ষাট গম্বুজ ইউনিয়নের আমির মাও: হাবিবুর রহমান, যাত্রাপুর ইউনিয়নের আমির মাওলানা শেখ মুরাদ আলী, বিষ্ণুপুর ইউনিয়নের আমীর সাইদুর রহমান সহ প্রায় ২০০ স্বেচ্ছা শ্রমিক জামায়াতের নেতা কর্মী এ কাজে অংশগ্রহণ করে।
জানা যায়, পানিঘাট এলাকায় কোন বাধ না থাকার কারণে এলাকাবাসী প্রায়ই পানিতে প্লাবিত হতো। অত্যন্ত কষ্টের মধ্যে এই এলাকার মানুষের জীবন পরিচালনা করা লাগতো। তবে দীর্ঘদিন পরে হলেও জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এই এলাকার সাধারণ মানুষ।