চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
ভারতীয় নাগরিকের নামে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বাগেরহাট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওসমান গনি। মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) তিনি জেলগেটে বসে মোসারফকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ডের নির্দেশ দেন।
মোসারফ হোসেন মোল্লা ও তার নেতৃত্বাধীন চক্র ভারতীয় নাগরিক ফনিভূষন মন্ডল ওরফে মনি মন্ডলের নামে জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন কার্ড তৈরি করে প্রায় কোটি টাকার সম্পত্তি দখল করেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা থেকে যমুনা টেলিভিশনের অনুসন্ধানী দল বিষয়টি উদঘাটন করে। তাদের "৩৬০ ডিগ্রি" অনুষ্ঠানে প্রচারিত "এনআইডি আর কত গলদ" শিরোনামের প্রতিবেদন ২০২২ সালের ১৫ এপ্রিল প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ভুক্তভোগীরা মানববন্ধন ও স্মারকলিপি পেশ করলেও তখন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ২৮ ডিসেম্বর চিতলমারীর আড়ুয়াবর্নী গ্রামে অভিযান চালিয়ে যৌথবাহিনী মোসারফ হোসেন মোল্লাকে গ্রেফতার করে। অভিযানের সময় তার স্ত্রী পেয়ারা সুলতানা পালিয়ে যান। এ ঘটনায় চিতলমারীর বড়গুনী গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা দায়ের করেন (মামলা নং-০৭, তারিখ: ২৯ ডিসেম্বর ২০২৪)।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন জানান, "সিরাজুল ইসলামের দায়ের করা মামলায় মোসারফ হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে এই চক্রের বাকি অপরাধীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট বাপ্পি বড়াল ও এডভোকেট প্রতাপ মন্ডল জানান, "আমরা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে সব ধরনের আইনি পদক্ষেপ নেব।"
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA