মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
চিতলমারী উপজেলা মিলনায়তনে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে '৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ', বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ফুড অফিসার মো. কাওসার আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ কামরুন্নেসা, কৃষি কর্মকর্তা মো. সিফাতাল মারুফ, আইসিটি কর্মকর্তা আসাদুজ্জামান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে উৎসাহিত করেন এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের সৃজনশীল উদ্ভাবন এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন প্রদর্শনী আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করা এবং তাদের উদ্ভাবনী দক্ষতাকে বিকশিত করার সুযোগ করে দেওয়া।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA