নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র ভিত্তিক জাগো বাংলা টেলিভিশনের চেয়ারম্যান শেখ শওকত আলী (শিমুল) ও তার ছোট কন্যা শারীরিকভাবে অসুস্থ। তারা দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দ্রুত সুস্থতার জন্য জাগো বাংলা টেলিভিশন পরিবার সবার কাছে দোয়া কামনা করেছে।
চেয়ারম্যান ও তার কন্যার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে জাগো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর সোহেল বলেন, “শেখ শওকত আলী ও তার ছোট কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সকলের কাছে দোয়া চাই, যেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।”
এদিকে, জাগো বাংলা টেলিভিশনের কর্মকর্তা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁদের দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন।
জাগো বাংলা টেলিভিশন পরিবার সকলের কাছে অনুরোধ জানিয়েছে, যেন তাঁরা শেখ শওকত আলী (শিমুল) ও তার কন্যার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখেন।
Office: 2817 Fairmount Ave, Atlantic city, NJ 08401. USA.
Head Of News : Tanvir Ahmed Shohel
Email : jagobanglaus@gmail.com
www.jagobangla.net
All rights reserved © 2024 JAGO BANGLA