বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে পরিবার পরিকল্পনা বিষয়ে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে সদর উপজেলা মিলনায়তনে পরিবার-পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ এর অর্থায়নে সেন্সিটিজাতীয়ন ওয়ার্কশপ ও এডোলেসেন্ট হেলথ উইথ মূলত-স্টেক হোল্ডারস ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা উপ-পরিচালক শামসুদ্দীন মোল্লা।
কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপঝেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাশ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: অলিয়ার রহমানের সঞ্চলনায় অনুষ্ঠিতি কর্মশালায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ¯^াস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসী, সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. ব্রতা মুখার্জী, সহকারী পরিচালক ( সিসি) পরিবার পরিকল্পনা ডা. এ.বি এম দীন মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শি¶া কর্মকর্তা মোরশেদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোল্লা হুমায়ুন কবীর, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত সাইদুর রহমান।