মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
Headline
জাগো বাংলা টিভি’র চেয়ারম্যান শেখ শওকত আলী ও তার কন্যার সুস্থতায় দোয়া কামনা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ জমির মালিকানা নিয়ে বিরোধ: ফৌজদারী মামলায় নিষ্পত্তি, তবুও দাবির অবসান নেই বাগেরহাট আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রবাসীর কোটি টাকার বাড়ি দখল: জালিয়াতকারী গ্রেপ্তার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা  বাগেরহাটে জামায়াত ইসলামের উদ্যোগে ভেড়িবাধ নির্মাণ কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০
বিজ্ঞপ্তি:
জাগো বাংলা চ্যানেল এর সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশসহ বহির্বিশ্বে সংবাদকর্মী নিয়োগ চলছে। বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ/মহিলা টেলিভিশন সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগ্যতা: ✅ উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ✅ বয়সসীমা ১৫ থেকে ৪০ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য) ✅ সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে। ✅ চালাক ও সাহসী হতে হবে। ✅ উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ✅ মিশুক মনের অধিকারী হতে হবে ✅ নেশা ও মাদক মুক্ত হতে হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করুন। jagobanglaus@gmail.com
বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কর্মচারীদের বিক্ষোভ
/ ১৩৭ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৬:২১ পূর্বাহ্ণ

বাগেরহাট প্রতিনিধি:

বকেয়া বেতনের দাবিতে বাগেরহাট পৌরসভার কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা জানান, গত ছয় মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সামান্য বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, তার ওপর বেতন না পাওয়ায় তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে।

পৌরসভার কর্মচারী বেল্লাল শেখ বলেন, পানি শাখা, ঝাড়ুদার, বাজার শাখা, পরিচ্ছন্নতা কর্মীসহ পৌরসভার বিভিন্ন শাখায় মোট ২২৭ জন কর্মচারী রয়েছেন। তারা ছয় মাস ধরে বেতন পাননি।

বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানান।

বেতন না পাওয়ায় অনেক কর্মচারী ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সংসার চালানোর জন্য ধার-দেনা করে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় দ্রুত বকেয়া বেতন পরিশোধ না হলে কর্মচারীদের জীবন আরও সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিক্ষোভ কর্মসূচির সময় তারা তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে শ্লোগান দেন এবং দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ আশা করছেন।

বিক্ষোভের কারণে পৌরসভা এলাকায় সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই বিভাগের আরো খবর
ফেসবুকে আমরা

Recent Comments

No comments to show.