বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার
জাগো বাংলা / ৩১ টাইম ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলা ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে সরকার। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসি মোহাম্মদ নূরে আলম বলেন, ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপির কূটনৈতিক নিরাপত্তা বিভাগ থেকে ভারতীয় দূতাবাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুলশান বিভাগ ও ট্রাফিক বিভাগও নিরাপত্তায় কাজ করছে। ওই এলাকায় নিয়মিত তল্লাশি চৌকিও রয়েছে।

তিনি আরও বলেন, আমরা কোনও কিছু আশঙ্কা করছি না। তবে আগরতলার ঘটনার পর স্বাভাবিকভাবেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় দাসকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার (২ ডিসেম্বর) ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের কর্মীরা। তারা কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে ভারতের পুলিশ ও টিএসআর বাহিনী।

সমীর দাস নামে একজন বিক্ষোভকারী ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশে হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ