শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়ন করেনি বাংলাদেশ : প্রেস উইং
জাগো বাংলা / ২৪ টাইম ভিউ
আপডেট সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে কোনো ড্রোন মোতায়েন করা হয়নি। এর আগে ওই সীমান্তে বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েন করা হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম।

‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে তারা দাবি করেছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক ‘বায়রাকতার টিবি ২’ ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ।  তবে ‘ইন্ডিয়া টুডে’র ওই প্রতিবেদনটি ‘মিথ্যা ও বানোয়াট’ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ‘ভুয়া ও বানোয়াট’।  

এতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ।

ইন্ডিয়া টুডে তাদের প্রকাশিত প্রতিবেদন দাবি করেছে, ধারণা করা হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বাড়ানোয় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেন নেক’ অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ