বিনোদন প্রতিবেদক:
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তার হাঁটুতে দুটি ব্লাড ক্লট ধরা পড়েছে। এছাড়া, বার্ধক্যজনিত আরও বেশ কিছু শারীরিক সমস্যা তাকে ভোগাচ্ছে। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালে ভর্তি করার বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সায়রা বানু দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। বয়সের কারণে চলাফেরাতেও তিনি বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন। দিলীপ কুমারের স্ত্রী হিসেবে সায়রা বানু বলিউডে একটি বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের থেকে বয়সে ২২ বছরের ছোট ছিলেন তিনি।
১৯৬৬ সালের ১১ অক্টোবর সায়রা বানুর সঙ্গে বিয়ে করেন দিলীপ কুমার। সেসময় সায়রার বয়স ছিল মাত্র ২২, আর দিলীপ কুমারের ৪৪। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ছিল বেশ সুখের। তবে সন্তান জন্মদানের সময় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সন্তান হারানোর শোক সায়রাকে মানসিক ও শারীরিকভাবে ভীষণভাবে কষ্ট দিয়েছিল।
দিলীপ কুমার তার বায়োগ্রাফিতে উল্লেখ করেছিলেন, দ্বিতীয় বিয়ে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তবে দ্বিতীয় বিয়ের পরে তিনি আবারও সায়রার কাছে ফিরে আসেন এবং বাকিটা জীবন সায়রার সঙ্গেই কাটান।
মাত্র ১৭ বছর বয়সে ১৯৬১ সালে শাম্মি কাপুরের বিপরীতে ‘জঙ্গলি’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন সায়রা বানু। এরপর একাধিক সফল সিনেমায় অভিনয় করে তিনি বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন।
২০২১ সালে দিলীপ কুমারের মৃত্যুর পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন সায়রা বানু। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত ও শুভানুধ্যায়ীরা দুশ্চিন্তায় রয়েছেন। সবার একটাই প্রার্থনা, সায়রা বানু দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।