মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
Headline
জাগো বাংলা টিভি’র চেয়ারম্যান শেখ শওকত আলী ও তার কন্যার সুস্থতায় দোয়া কামনা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা হকারদের মাঝে কম্বল বিতরণ জমির মালিকানা নিয়ে বিরোধ: ফৌজদারী মামলায় নিষ্পত্তি, তবুও দাবির অবসান নেই বাগেরহাট আদর্শ নূরানী মাদরাসায় শিক্ষার্থীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান চিতলমারীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন জাতীয় পরিচয়পত্র জালিয়াতি মামলায় মোসারফ হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর প্রবাসীর কোটি টাকার বাড়ি দখল: জালিয়াতকারী গ্রেপ্তার ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: প্রধান উপদেষ্টা  বাগেরহাটে জামায়াত ইসলামের উদ্যোগে ভেড়িবাধ নির্মাণ কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০
বিজ্ঞপ্তি:
জাগো বাংলা চ্যানেল এর সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশসহ বহির্বিশ্বে সংবাদকর্মী নিয়োগ চলছে। বাংলাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী পুরুষ/মহিলা টেলিভিশন সংবাদকর্মী নিয়োগ চলছে। যোগ্যতা: ✅ উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ✅ বয়সসীমা ১৫ থেকে ৪০ হতে হবে। (বিশেষ ক্ষেত্রে শিথিলযোগ্য) ✅ সৃজনশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে। ✅ চালাক ও সাহসী হতে হবে। ✅ উপস্থিত বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে ✅ মিশুক মনের অধিকারী হতে হবে ✅ নেশা ও মাদক মুক্ত হতে হবে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করুন। jagobanglaus@gmail.com
আবারও বিয়ে করলেন সানি লিওন!
/ ১৪৩ টাইম ভিউ
আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৫:০৫ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক:

ফের বিয়ে করলেন সাবেক নীল সিনেমার তারকা ও অভিনেত্রী-মডেল সানি লিওন। ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন তাদের ৷ তিন সন্তানের বাবা-মা তারা। সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷

তবে পাত্র অন্য কেউ নন৷ ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি৷

গত ৩১ অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা ৷ বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশের ৷

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল। মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী। মূলত পর্ন দুনিয়া থেকে সরে এসে এখনও কেন তাকে দর্শক সিরিয়াসলি নিচ্ছেন না, তা নিয়ে সানির মনের দুঃখ প্রচুর। নানা সাক্ষাৎকারে বার বার এ কথা বলেনছেন তিনি।

তবে এবার প্রথম নিজের পুরোনো প্রেম নিয়ে মুখ খুললেন। ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে প্রেম করতেন সানি। ব্রেকআপেরও পরেও সানিকে নিয়ে নিজের শোতে নানারকম ঠাট্টা করতেন রাসেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, আমাদের দিনগুলো খুবই সুন্দর ছিল। সুখেই ছিলাম আমরা। কিন্তু হঠাৎ বুঝতে পারি, রাসেল আমাকে খুব একটা গুরুত্ব দেয় না। তাই এই সম্পর্ক থেকে সরে দাঁড়াই।

সানি আরও বলেন, আমাকে নিয়ে শোতে যে ঠাট্টা করে, তাতে যদি তার উন্নতি হয়, তাহলে ভালো। সবাই যদি হাসে সেটাও ভাল। আমার এসবে কিছু যায় আসে না।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় যেন মিশে গেল একরাশ অভিমান। তিনি স্পষ্ট জানালেন, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। সেখানে অভিনেত্রী বলেন, আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়. আমাকে একপ্রকার ঘৃণা করেন।

এই বিভাগের আরো খবর
ফেসবুকে আমরা

Recent Comments

No comments to show.