বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

ডেনমার্কের টিভোলিতে বড়দিনের রঙিন আয়োজন
জাগো বাংলা / ১৯ টাইম ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক:

বড়দিনকে ঘিরে উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ঐতিহ্যবাহী টিভোলি গার্ডেনস এবং আশপাশের স্থাপনাগুলো এক লাখেরও বেশি বাতির আলোয় সজ্জিত হয়ে মুগ্ধ করছে দর্শনার্থীদের।

এক মাস আগে থেকেই বড়দিনের প্রস্তুতি শুরু করেছে কোপেনহেগেনবাসী। ক্ষণ গণনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিনের উৎসবের মৌসুম। শহরের বিভিন্ন স্থানে স্থাপিত ক্রিস্টমাস ট্রি এবং বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে, বড়দিন এসে গেছে।

টিভোলি গার্ডেনস অ্যামিউজমেন্ট পার্কসহ আশপাশের স্থাপনাগুলোকে এবার এক লাখেরও বেশি বাতি দিয়ে সাজানো হয়েছে। আলোর মাধ্যমে এ থিমকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

প্রতিবছর বড়দিনের এই মৌসুমে টিভোলি গার্ডেনসে প্রায় ১০ লাখ দর্শনার্থী ভিড় জমান। এবারও এর ব্যতিক্রম নয়। উৎসব উপভোগ করতে আসা দর্শনার্থীরা বলেন, “সত্যিই অসাধারণ দৃশ্য। সব লাইট আর হৃদয়ের চিহ্ন দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই আয়োজন আনন্দদায়ক এবং উপভোগ্য।”

আলোকসজ্জার পাশাপাশি নাচ গানসহ নানা সাংস্কৃতিক আয়োজন বড়দিনের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। টিভোলি এবং এর আশপাশের পরিবেশ উৎসবের রঙে রাঙানো, যা কেবল কোপেনহেগেন নয়, পুরো ডেনমার্কের বড়দিনের আমেজকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বড়দিনের এই আয়োজন শুধু আনন্দের নয়, বরং ঐক্য ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে টিভোলির রঙিন বাতিগুলোর মাধ্যমে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ