শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
জাগো বাংলা / ১৬ টাইম ভিউ
আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

৫৪তম বিজয় দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।

এ সময় প্রধান উপদেষ্টা ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করেন।

ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এসএম শাহাবুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে একটি স্মারক ডাকবাক্স ও ‘ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ’ শীর্ষক একটি বই উপহার দেন।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিজয়ের ৫৪তম বার্ষিকীতে এই স্মারক ডাকটিকেট জাতির সংগ্রামী ইতিহাসের ধারক। এর মাধ্যমে দেশের সাফল্য ও ঐতিহ্য বিশ্ববাসীর কাছে আরও প্রাঞ্জলভাবে উপস্থাপিত হবে।

বিজয় দিবসের স্মরণে প্রকাশিত এসব স্মারক ডাকটিকেট সংগ্রাহক ও সাধারণ জনগণের জন্য ডাকঘরের নির্ধারিত কাউন্টারগুলোতে উন্মুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ