শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

পূর্বাচলের লেক থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
জাগো বাংলা / ১৪ টাইম ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের একটি লেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সকাল সাড়ে ৮টার দিকে তিনশ ফিট সড়কের ৪ নম্বর সেতুর নিচে লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহালে কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নারায়ণগঞ্জের (গ-সার্কেল) সহকারী পুলিশ সুপার মো. মেহেদী হাসান এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এলাকাটি নিরাপদ রয়েছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি কার্যক্রম জোরদার করা হবে।”

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, পূর্বাচলের লেকটি এলাকাবাসীর কাছে সাধারণত শান্তিপূর্ণ জায়গা হিসেবে পরিচিত। তবে এ ঘটনায় স্থানীয়রা কিছুটা শঙ্কিত হয়ে পড়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
জনপ্রিয়
সর্বশেষ