

বাগেরহাট প্রতিনিধি:
নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত আদর্শ নূরানী মাদরাসা, আমলাপাড়া, বাগেরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীদের পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারি ২০২৫, সোমবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআনুল কারিমের ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হযরত মাওলানা আঃ মাবুদ সাহেব, মুহতামীম, হাকিমপুর মাদরাসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবরারুল হক, সিনিয়র মুহাদ্দিস, সরুই মাদরাসা, বাগেরহাট। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন।
অনুষ্ঠানে আরও আলোচনা পেশ করেন মুফতি আবু মূসা গাজী, মুহাদ্দিস, সরুই মাদরাসা; মুফতি রবিউল ইসলাম, ইমাম ও খতীব, নোনাডাঙ্গা জামে মসজিদ; এবং অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা নোমান হুসাইন। উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার ও অর্থ সম্পাদক তানভীর সোহেল।
অনুষ্ঠানে তৃতীয় শ্রেণির ১২ জন শিক্ষার্থী পবিত্র কুরআনুল কারিমের ছবক শুরু করেন। ছবকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো, মাহমুদা জান্নাত, মানসূরা ইসলাম জাইমা, আকিব মাহমুদ, আমেনা খন্দকার, রাইসা কবির সুমাইয়া, মরিয়াম আক্তার আলো, তাসলিমা আক্তার, মাহিম আহম্মেদ, সাকিব হাওলাদার, ফৌজিয়া মুস্তাকিম, লাবীব ইসলাম ও সালমান সাকিব।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহে মুগ্ধ হয়ে অতিথিরা কুরআন শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অভিভাবকরা এই আয়োজনকে সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত শিক্ষিত গুণীজন, অতিথি এবং শিক্ষার্থী-অভিভাবকদের মিলিত দোয়ায় মাদরাসার উত্তোরত্তর সফলতা কামনা করা হয়।